Logo
Logo
×

রাজনীতি

ওমানে আ.লীগের নারী এমপিকে আটকের গুঞ্জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম

ওমানে আ.লীগের নারী এমপিকে আটকের গুঞ্জন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নারী এমপি খাদিজাতুল আনোয়ার সনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন সনি নিজেই। 

বুধবার বাংলাদেশের একটি অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাসকট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

ঘটনার বিষয়ে জানতে বুধবার রাতে মাসকটে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি যুগান্তরকে বলেন, আটকের তথ্য সঠিক নয়।

সনি আরও বলেন, ওমানের একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে ১৫০ জনের ধারণক্ষমতা ছিল। কিন্তু অনুষ্ঠানে তিন শতাধিক লোক হাজির হয়েছিল। বিষয়টি জানতে পেরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পরে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। এর বাইরে আর কিছু ঘটেনি বলে জানান তিনি।  

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) এমপি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম