Logo
Logo
×

রাজনীতি

‘আমরা এখন আর মফিজ নই, বিমানে বসে ঢাকা যাই’

Icon

যুগান্তর প্রতিবেদন, রংপুর থেকে

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৫:০৪ পিএম

‘আমরা এখন আর মফিজ নই, বিমানে বসে ঢাকা যাই’

ফাইল ছবি

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা এখন আর মফিজ নই। বাসের ছাদে উঠে ঢাকা যাই না। আমরা এখন টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাই। বিএনপির আমলে আমরা মঙ্গাপীড়িত ছিলাম। শেখ হাসিনা এ অঞ্চলের মঙ্গা জাদুঘরে পাঠিয়েছেন। 

বুধবার রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি আমলে নীলফামারী জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। তিনি সেই সময় একটি বক্তব্যে উত্তরাঞ্চলের মানুষকে মফিজ বলেছেন। আমাদের অপমান করে কথা বলেছেন। আমরা নাকি বাসের ছাদে করে ঢাকা যাই। কয়েক দিন আগে আমি মিলনকে বললাম আপনি কি এখন রংপুর অঞ্চলে গেছেন। তিনি বললেন, অনেক দিন ধরে যাই না। আমি তাকে বললাম, আপনি আমাদের মফিজ বলেছেন। এখন ঘুরে আসেন। এখন আর আমাদের এলাকায় মঙ্গা নেই। আমরা এখন বাসের ছাদে করে ঢাকা যাই না। সৈয়দপুরে প্রতিদিন ১৮টা ফ্লাইট যাতায়াত করে। আমাদের এলাকার মানুষ টিকিট কেটে বিমানে বসে ঢাকা যাতায়াত করেন। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে। তিনি এই এলাকার মঙ্গা দূর করেছেন, জাদুঘরে পাঠিয়েছেন। এই এলাকায় এখন কাজের লোক খুঁজে পাওয়া যায় না। 

সমাবেশে আসাদুজ্জামান নূর গত ১৫ বছরের উত্তরাঞ্চলসহ সারা দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম