Logo
Logo
×

রাজনীতি

সরকারের আচরণে পতনের বার্তা স্পষ্ট: ববি হাজ্জাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম

সরকারের আচরণে পতনের বার্তা স্পষ্ট: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সমাবেশ নিয়ে সরকারি দলের আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে চলমান আন্দোলনে প্রতিনিয়ত উসকানি দিচ্ছে৷ বিএনপিকে ঢাকার মূল অংশে আজকের নির্ধারিত সমাবেশর অনুমতি না দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই ফ্যাসিস্ট সরকার আজ কতটা ভীত৷ ঢাকামুখী চলাচল বন্ধ রাখা হয়েছে৷ বিরোধী নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে৷  আমাদের কর্মসূচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের তিন সংগঠন শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়েছে। সরকারের আচরণে পতনের ঘণ্টা (বার্তা) স্পষ্ট।’

বিএনপির নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিওবার্তার পর সরকার ভীত হয়ে দলটির নেতাকর্মীদের হয়রানির যে পথ বেছে নিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা৷ যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এনডিএম ঘোষিত মুক্তির সমাবেশ আমরা শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করব। এই সমাবেশ থেকে ঘোষণা আসবে লাগাতার কর্মসূচির৷ আমরা সহিংসতা চাই না৷ তবে শুক্রবার বাধা এলে আমরা পালটা প্রতিরোধ গড়ে তুলব।’

বিবৃতিতে ববি হাজ্জাজ আরও বলেন, ‘ঢাকার রাজপথে আজ মুক্তির গান৷ পুলিশ বাহিনীকে অনুরোধ করব, জনতার এই কর্মসূচিতে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না৷ আগামীকাল আপনাদের আচরণের ওপর নির্ভর করবে আন্দোলনের গতি-প্রকৃতি কী হবে৷ শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে মাঠে থাকবে এনডিএম।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম