Logo
Logo
×

রাজনীতি

পেছাল বিএনপির মহাসমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:১৩ পিএম

পেছাল বিএনপির মহাসমাবেশ

বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) নির্ধারণ করা হয়েছে। ওইদিন রাজধানীর নয়াপল্টনে এ মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মহাসমাবেশের জন্য বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল। তবে তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই দুই জায়গায় অনুমতি না পাওয়ায় সিদ্ধান্ত নিতে বুধবার বিকালে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। 

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি ঢাকার নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা গোলাপবাগে যাবে না। এ বিষয়টি বুধবার পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। 

আরও পড়ুন

হঠাৎ নেতাকর্মীশূন্য বিএনপি কার্যালয়, ব্যাপক পুলিশ মোতায়েন

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পায়নি আ.লীগের ৩ সংগঠন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম