Logo
Logo
×

রাজনীতি

ঢাকাসহ সব মহানগর ও জেলাপর্যায়ে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম

ঢাকাসহ সব মহানগর ও জেলাপর্যায়ে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ফের দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলাপর্যায়ে শোক র্যালি অনুষ্ঠিত হবে।  

ঢাকায় বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে শোক র্যালি।  

বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে মঙ্গলবার লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরকারের পদত্যাগ ও ১ দফা দাবিতে আগামী ২১ জুলাই শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে।  

এ সময় লক্ষ্মীপুর, বগুড়া, দিনাজপুর, বাগেরহাট, ফেনী, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, জয়পুরহাট, টাঙ্গাইল, পিরোজপুর, নেত্রাকোনাসহ বিভিন্ন জেলায় পদযাত্রা কর্মসূচিতে বাধা, হামলা-মামলার চিত্র তুলে ধরেন রিজভী। 

তিনি বলেন, মঙ্গলবার ও বুধবারের পদযাত্রা কর্মসূচিতে আহত হয়েছেন প্রায় ৩ হাজার নেতাকর্মী। নিহত হয়েছেন একজন ও গুলিবিদ্ধ হয়েছেন ২ হাজারেরও বেশি নেতাকর্মী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম