বিদেশিদের উস্কে দেওয়া ব্যক্তিরা বাংলার নতুন মীরজাফর: হুইপ স্বপন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আঁতাত করে বাঙালির পরাজয়ের খলনায়ক ছিল মীরজাফর আলী খান, ১৯৭১- এ পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর রাজাকার- আলবদর বাহিনীর সদস্য ছিল এদেশের কিছু কুলাঙ্গার। আর এখন মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করে বিদেশিদের উস্কে দিচ্ছে বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন নাগরিক এবং ৭১-এ পরাজিত অপশক্তির নবসংস্করণ বিএনপি নামক রাজনৈতিক দল। দেশের বিরুদ্ধে বিদেশিদের উস্কে দেওয়া ব্যক্তিরা বাংলার নতুন মীরজাফর।
রোববার জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় অনুষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সরকারি অনুদান বিতরণ, ৫ টি গ্রামীণ রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পৃথক পৃথক ৮ টি দোয়া মাহফিল ও জনআকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, এরা দেশের অর্থ লবিং ফিস হিসেবে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন।
তিনি বলেন, ১৯৭১ সালে পশ্চিমা রাষ্ট্রগুলোর জনগণ ও মূলধারার মিডিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। কিন্তু পশ্চিমা সরকারগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে অথবা পৃথিবীর জঘন্যতম গণহত্যা দেখেও নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, জনগণ রায় না দিলে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ অতিরিক্ত এক মিনিটও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে না। কিন্তু পৃথিবীর কোনো পরাক্রমশালীর রক্তচক্ষুর কাছে আওয়ামী লীগ পরাজিত হতে পারে না।
পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, তিন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, মোস্তাকিম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, তিন মেয়র সিরাজুল ইসলাম সর্দার, রাবেয়া খাতুন, শহীদুল আলম, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, ক্ষেতলাল উপজেলা সভাপতি আনোয়ারুজ্জামান নাদিম, কালাই উপজেলা সাধারন সম্পাদক ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।