Logo
Logo
×

রাজনীতি

ড. মোশাররফের টিউমার অপসারণে রেডিও থেরাপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১০:৫৭ পিএম

ড. মোশাররফের টিউমার অপসারণে রেডিও থেরাপি

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার অপসারণে চলছে রেডিও থেরাপি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চলছে এই বিএনপি নেতার চিকিৎসা। 

সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

ড. মোশাররফের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরেন সিঙ্গাপুর ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই। তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কের বহির্ভাগে একটি ‘স্ফেনয়েড উইং মেনেনজিওমা টিউমার আছে’। এটি অপসারণে অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিও থেরাপির জন্য প্রস্তাব করা হয়।

তবে ড. মোশাররফের অস্ত্রোপচার ও অ্যানেসথেশিয়ায় ঝুঁকি থাকায় আপফ্রন্ট রেডিও থেরাপির সিদ্ধান্ত নেওয়া হয়। আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খন্দকার মোশাররফ।

এর আগে গত ২৭ জুন রাজধানীর এভারকেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সিঙ্গাপুরে ড. মোশাররফের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও সন্তান। 

তার ছেলে মারুফ খন্দকার জানান, চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর থাকতে হবে আরও কিছু দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম