Logo
Logo
×

রাজনীতি

‘বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা’, যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:৫২ পিএম

‘বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা’, যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের

বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'যুক্তরাষ্ট্রের ভিসানীতির লক্ষ্যে হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি বলছে, দেশে নির্বাচন করতে দেবে না তারা। এ কথা বলার পরও মার্কিন ভিসানীতি কেন এখানে নেই?'

শনিবার দুপুর ১২টায় গাজীপুরের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি নির্বাচন করতে দেবে না—এ ব্যাপারে মার্কিন ভিসানীতি কী কাজ করে এটা আমরা দেখব। এ নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে? নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে।'

তিনি আরও বলেন, 'দুর্নীতি ও দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হয়। বিএনপির যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে, তারাই আবার দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ আনছে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশে পলাতক কোন নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি।

জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির বিচার হবে। আইনি ব্যবস্থা নেওয়া হলেই প্রকৃত ব্যবস্থা। চার্জশিট হলে আওয়ামী লীগে কোনও পদ থাকবে না।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম