Logo
Logo
×

রাজনীতি

বাজেট নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন শনিবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১০:৪৫ পিএম

বাজেট নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন শনিবার

প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শনিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বাজেট জনবান্ধব ও সংকট উত্তরণের বাজেট দাবি করেন। 

তারা বলেন, করোনা পরবর্তী প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সৃষ্ট সংকটে সাধারণ মানুষের কথা বিবেচনা করেই বাজেট করা হয়েছে। এই বাজেট অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনি ইশতাহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও মনে করেন তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম