Logo
Logo
×

রাজনীতি

১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৫:০৪ পিএম

১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া এ সমাবেশে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

জনসমাবেশে অংশ নিতে দুপুরের আগেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও নেতাকর্মীরা আসছেন। 

ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকাসহ দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালিত হচ্ছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম