Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন নিয়ে সরকারের প্রতি সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই : জাতীয় পার্টির মেয়রপ্রার্থী

Icon

ফখরুল ইসলাম

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১১:৪২ এএম

নির্বাচন নিয়ে সরকারের প্রতি সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই : জাতীয় পার্টির মেয়রপ্রার্থী

জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন। ছবি: যুগান্তর

নির্বাচন নিয়ে সরকারের প্রতি সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন। 

তিনি বলেন, মানুষের মনে এখন নির্বাচন নিয়ে কোনো বিশ্বাস নাই। যেখানেই গিয়েছি, সেখানেই সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট নিরপেক্ষ হবে কিনা? তারা আমাকে বলেন, ‘আমরা ভোট আপনাকে দেব। নিরপেক্ষভাবে এটা বলে যান। আমরা এর জবাব দিতে পারি না।  

যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন বলেন, সরকার বিগত দিনে নির্বাচন গুলো বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছে। একবার দেখা গেল ভোট ডাকাতি করে, আরেকবার দেখা গেলো রাতের অন্ধকারে ভোট চুরি করে, আবার কোন পদ্ধতিতে যে চুরি করে? মানুষের মনে এখন সরকারের ওপরে নির্বাচন নিয়ে কোনো বিশ্বাস নাই।

ইভিএম পদ্ধতির সমালোচনা করে জাতীয় পার্টির প্রার্থী বলেন, অনেকগুলো বিষয় আছে যে, ইভিএমে কাজ যদি (কারচুপি) করা যায়। এখানে কাস্টমাইজেশনের ব্যাপার আছে।  ওখানে কাস্টমাইজ করতে গিয়ে যেই কমান্ডগুলো আপনি দেবেন সেটাই রেজাল্ট হিসেবে আসবে। এটা তো স্বাভাবিকভাবে বুঝতে পারেন সবাই। এবছর কাস্টমাইজ করার সময় আমাদের লোক থাকার কথা ছিল। আমরা আমাদের আইটি স্পেশালিস্টের নাম পাঠিয়েছিলাম, কিন্তু তারা তাকে ডাকেনি। নিয়ম হলো যে কাস্টমাইজ করার সময় আমার লোক ওখানে থাকবে। ওনার সিগনেচার হওয়ার পরে এই যে লক করবে। তারপরে এটা দিবে। কিন্তু সেই জিনিসটা করেনি। 

সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন আরও বলেন, সরকার নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন দেওয়ার কোন মানে নেই। নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে পাঁচ বছরের জন্য লিখে একজনকে মেয়র হিসাবে ঘোষণা দিয়ে দিতে পারে। হাজার হাজার টাকায় খরচও হল না, কোনো ঝগড়া, কথাবার্তা কোনও কিছু হলো না।  আর যদি মনে করে, আমার দেশের জন্য, মানুষের জন্,য গণতন্ত্রের জন্য এইখানে নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার, তাহলে তারা নিরপেক্ষ নির্বাচন দিবে এবং সেটা রক্ষা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম