Logo
Logo
×

রাজনীতি

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১১:১৩ পিএম

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

ছবি-যুগান্তর

বর্তমান সরকার সব দেশ-বিদেশে সমর্থন হারিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন সরকারের কোনো অন্যায় আদেশ মানা হলে, তা জনগণের বিরুদ্ধে যাওয়া হবে। এ সরকার সব দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। এখন দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব একটা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা জানে সেটা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব হবে না। তাই দয়া করে এমন অবস্থা তৈরি করবেন না, যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবেন।

শুক্রবার বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, যতই চিল্লা-চিল্লি করেন, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকার আর সৌদি আরব, কাতার, চীনে যান- কোনো লাভ হবে না। সময় শেষ। এটাই বাস্তবতা। তাই এখনো সময় আছে জনগণের চোখের ভাষা পড়ুন, জনগণকে মুক্তি দেন। জনগণের দাবি মেনে নিন। গণভবন থেকে বের হন। পাইক-পেয়াদা, মোরকেনদাজ, এসএসএফ, সোয়াত এগুলো বাদ দিয়ে মানুষের সামনে এসে দাঁড়ান। দেখুন তারা কী বলে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ আর বাঁচতে পারছে না।

নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অনেক কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে হবে। এ সরকারকে টেনে না নামালে এরা যাবে না। সেজন্য সব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে, ব্যক্তি-সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। ঝড়ের মতো দুর্বার গণআন্দোলন সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে।

মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী সপু, রকিবুল ইসলাম বকুল, আনিসুর রহমান তালুকদার খোকন, পারভেজ রেজা কানন, রফিক শিকদার, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, তাবিথ আউয়াল, মুন্সি বজলুল বাসিত আনজু, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম