Logo
Logo
×

রাজনীতি

সংবিধান অনুসারে যথাসময়ে নির্বাচন হবে: মতিয়া চৌধুরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৮:৫১ পিএম

সংবিধান অনুসারে যথাসময়ে নির্বাচন হবে: মতিয়া চৌধুরী

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলেন। দেশে গণতন্ত্র আছে। 

যথাসময়ে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মানুষ শেখ হাসিনা নন। নির্বাচন হবে সংবিধান অনুসারে সঠিক সময়ে।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বঙ্গবন্ধুর জামাতা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এমএ করিম, মমতাজ হোসেন চৌধুরী, ড. এম জয়নুল আবেদীন রোজ, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ড. এম ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান প্রমুখ।

প্রয়াত ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম মতিয়া চৌধুরী বলেন, অত্যন্ত সদালাপী, বিনয়ী, নির্লোভ ও নিরহংকারী ছিলেন তিনি। ওয়াজেদ মিয়ার জীবনী থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।

একেএম এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি তো নাই, এমনকি মানুষের ভালোবাসাও নাই। 

নির্বাচন প্রতিহতের নামে এহেন কোনো সন্ত্রাস নেই যে বিএনপি করেনি। ওরা বিচ্ছিন্নতাবাদী দল, তাদের রাজনৈতিক দল বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, ড. এমএ ওয়াজেদ মিয়া ব্যক্তি জীবনে কতটা নির্লোভ ও নিরহংকারী ছিলেন তা নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ছিলেন সাদামাটা এক মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর জামাতা হয়েও অতি সাধারণ জীবনযাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী হওয়া সত্ত্বেও তিনি কখনই ক্ষমতার ব্যবহার করেননি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম