Logo
Logo
×

রাজনীতি

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৪:৩৬ পিএম

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে আসামিপক্ষ অভিযোগ গঠন পেছানোর আবেদন করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সঙ্গে লেনদেনের সময় প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়া ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করে।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ৯ আসামির আগেই মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাসহ আরও ৩৩টি মামলা এখন দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম