নয়াপল্টনে সমাবেশ ডেকে স্থগিত করল বিএনপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:২৪ পিএম
আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। এদিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়া কথা ছিল। এজন্য শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠিও দিয়েছে দলটি। তবে শবেবরাতের কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে জানান, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার নয়াপল্টনে সমাবেশ করার কথা ছিল। কিন্তু শবেবরাতের কারণে তা স্থগিত করা হয়েছে।
গত শনিবার সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
‘বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এর আগে আবার নয়াপল্টনে সমাবেশের কর্মসূচি দিয়ে তা আবার স্থগিত করল বিএনপি।