
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫১ এএম
গাজীপুরে বাসন থানা বিএনপির পদযাত্রা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম

আরও পড়ুন
বিদ্যুৎ-গ্যাস-চাল-ডাল-আটা-তেল-লবণ-চিনিসহ নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে পদযাত্রা করা হয়েছে।
নিত্যপণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ অন্যায়ভাবে কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এ কমসূচি পালন করেছে।
বাসন মেট্রো থানা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোসলেম উদ্দিন চৌধুরীর মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।
উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান (কালা), তানভীর সিরাজ, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু প্রমুখ।