Logo
Logo
×

রাজনীতি

দেশকে আফগানিস্তান বানাতে চায় তারা: ওবায়দুল কাদের 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম

দেশকে আফগানিস্তান বানাতে চায় তারা: ওবায়দুল কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদের নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তাদের হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া একই কথা।

মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধান অতিথি ওবায়দুল কাদের। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা যখন কথা বলেন তখন কী করে ভুলি তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। সেই দল এটি, যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ রয়েছে।

তিনি বলেন, এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- পাকিস্তান আমলে ভালো ছিলেন। পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার। এই পাকিস্তান ওনার কাছে ভালো ছিল। 

সংগঠনটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এদিকে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম