তত্ত্বাবধায়ক সরকার আর কখনো এ দেশে হবে না: কামরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্তাবধায়ক সরকার আর কখনো এ দেশে হবে না। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনো অনির্বাচিত সরকার আসবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গণ-আজাদী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অহেতুক ভিত্তিহীন আন্দোলন করছে। গণতন্ত্র ছাড়া ক্ষমতা হস্তান্তরের বিকল্প কোনো পথ নেই। একটাই পথ খোলা, সেটা নির্বাচন। কাজেই সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
কামরুল আরও বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তাদের আন্দোলনে নামানোর চেষ্টা করছে তারা।
তিনি বলেন, যারা আমাদের কোনো উন্নতি চায় না, অগ্রগতি চায় না, বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের অস্তিত্বই যারা স্বীকার করতে চায় না, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় নেতিবাচক রাজনীতি ছেড়ে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসারও আহবান জানান তিনি।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিদেশিরা কিছুই করতে পারবে না। ২০১৪ ও ২০১৮ সালে এমন বহু দেখেছি, তারা কিছুই করতে পারেনি। এবারো কিছুই করতে পারবে না। আর তাদের বন্ধু কারা? একাত্তর সালে যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা আমাদের খাদ্যের জাহাজ ছিনিয়ে নিয়ে গিয়েছিল এরাই তো তাদের বন্ধু।