কেয়ারটেকার সরকারেই ভালো নির্বাচন সম্ভব: দুদু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ পিএম
দেশে ভালো একটি নির্বাচন কেয়ারটেকার সরকারের মাধ্যমেই সম্ভব। আর বিএনপি নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহবায়ক খায়রুল কবির খোকনের ওপর হামলা, বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের কোমরে দড়ি ও হ্যান্ডকাফ বাঁধার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
মানববন্ধনে দুদু বলেন, আর কিছুদিন পর নির্বাচন। বিএনপি এ পর্যন্ত যতবার ক্ষমতায় গিয়েছে নির্বাচনের মাধ্যমে গিয়েছে। নির্বাচনের মাধ্যমেই এ সরকারকে পতন ঘটাতে চাই।
দুদু বলেন, সাজানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চান, এ স্বপ্ন বাদ দেন। আগামী দিনের সরকার হবে গণতন্ত্রের সপক্ষের সরকার। সেটা বিএনপি সরকার। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা আবু ছালেককে কোমরে দড়ি বেঁধে ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। এতে ছালেকের কোমরে দাড়ি বাঁধা হয়নি, গণতন্ত্রের কোমরে দাড়ি বাঁধা হয়েছে; দেশের স্বাধীনতার মাজায় দড়ি বেঁধেছে। এদের বিচার হওয়া উচিত।
মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।