মুসাব্বিরকে জেলগেট থেকে তুলে নেওয়ার অভিযোগ, মির্জা ফখরুলের উদ্বেগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দীর্ঘদিন কারাবন্দি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর কারাফটক থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি সাদা মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন কারান্তরীণ থেকে আদালতের মাধ্যমে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবৈধ সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতাকর্মীকে তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলনকে বন্ধ করতে চায়। আজিজুর রহমান মুসাব্বিরকে এর আগেও সরকার গুম করে রেখেছিল, একাধিকবার গ্রেফতারও করেছিল। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে অপব্যবহার করছে বর্তমান নিশিরাতের সরকার।
মির্জা ফখরুল বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী মোসাব্বিরকে তুলে নিয়ে যাওয়ায় তার পরিবারের সদস্যরাও গভীর উৎকণ্ঠায় রয়েছেন। তিনি অবিলম্বে আজিজুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।