Logo
Logo
×

রাজনীতি

‘দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে আ.লীগ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

‘দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে আ.লীগ’

আওয়ামী লীগ গণতন্ত্র হরণ, গুম, খুন, চুরি, দুর্নীতি ও লুটপাটের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা বের হতে পারছে না। আর বের হতে পারবেও না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের চুরি, লুটপাটের জন্য দলকে ‘চোরের খনি’ আখ্যায়িত করেছিলেন। আজও তারা সেখান থেকে বের হতে পারেনি। 

রিলিফের কম্বল চুরি দিয়ে শুরু করে ছাগল চুরি, ভোট চুরি থেকে রিজার্ভ চুরি, কোনও চুরি বাদ দিচ্ছেনা তারা। বাকশাল কায়েম দিয়ে গণতন্ত্র হত্যা শুরু করেছিল, এখন গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। জনগণের জীবন, জীবিকা বিপন্ন করে তুলেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায়  ময়মনসিংহ রেলষ্টেশন চত্বরে ৪ ফেব্রুয়ারি সমাবেশ সফল করতে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক পথে হাঁটছে।

এর আগে বিকাল থেকে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নতুন বাজার থেকে গাঙীনা পাড় হয়ে রেলওয়ে ষ্টেশন; বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের নেতৃত্বে হরি কিশোর রায় রোড থেকে আঠার বাড়ী বিল্ডিং, ছোট বাজার, বড় বাজার হয়ে রেলওয়ে ষ্টেশন; সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে র‍্যালীর মোড় থেকে রেলওয়ে ষ্টেশন পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রা সহকারে প্রচারপত্র বিতরণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে পথ সভায় মিলিত হয়।

সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর বিএনপি, দুপুরে ইতিকথা কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর যুবদল, রাতে একই স্থানে বিভিন্ন শ্রেণী-পেশা সংগঠনের প্রস্তুতি সভায় যোগ দিয়ে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। 

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকার যদি দাবি না মানে, তবে গণঅভ্যুত্থান এই গনবিরোধী সরকারের পতন ঘটাবে। তিনি ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শরীফুল আলম বলেন, সরকারের ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। লুটপাটের ক্ষতি পোষাতে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকার। দেশের বেহাল অবস্থার জন্য সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্ত ও অব্যবস্থাপনা দায়ী।


এ সময় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, ফারজানা রহমান হোসনা, এ্যাড.এম এ হান্নান খান, শামীম আজাদ, মাহবুবুল আলম বক্তব্য রাখেন। 


ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের প্রস্তুতি সভায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক  এ্যাড. দিদারুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য রাখেন।


ময়মনসিংহ মহানগর যুবদলের সভায় সভাপতিত্ব করেন মোজাম্মেল হক টুটু, সঞ্চালনা করেন জুবায়ের হোসেন শাকিল।
৪ ফেব্রুয়ারি সমাবেশকে সামনে রেখে ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের ৭ জেলা ও মহানগর ইউনিটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি পর্যন্ত পাড়া, মহল্লা, হাট-বাজারে লিফলেট বিতরণ, পদযাত্রা, পথসভা, হাটসভার প্রস্তুতি বৈঠক চলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম