Logo
Logo
×

রাজনীতি

ছাত্রসমাজকে ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে সরকার: বকুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০১:০৮ এএম

ছাত্রসমাজকে ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে সরকার: বকুল

সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ছাত্রসমাজকে ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও ছিন্নমূল পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি'র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ক্ষমতাসীনদের সমালোচনা করে রকিবুল ইসলাম বকুল বলেন, এই ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করে ছাত্রসমাজকে ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে। ছাত্রসমাজের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আর এজন্য ছাত্রদলকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। ক্ষমতাসীনরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না।

বকুল বলেন, সংকট উত্তরণে এই সরকারকে অবশ্যই বিদায় করতে হবে। ছাত্রসমাজকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম