
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
বিএনপি নেতা আবদুস সালামের মুক্তি দাবি মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাগরিকদের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

আরও পড়ুন
কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের মুক্তির দাবি জানিয়েছেন ৭১ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৯ জন বিশিষ্ট নাগরিক।
রোববার ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সালামকে কোনো গ্রেফতারি পরওয়ানা ছাড়া গত ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি, তিনি অসুস্থ এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক’।
বিবৃতিতে তারা আরও বলেন, ‘আবদুস সালাম এ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা আবদুস সালামের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।'
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- ডা. জাফরুল্লাহ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মদ বীরবিক্রম, ব্যারিস্টার শাজাহান ওমর বীরউত্তম, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ড. মাহবুব উল্লাহ, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, অ্যাডভোকেট ফজলুর রহমান, জয়নাল আবেদিন ফারুক, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ইসতিয়াক আজিজ উলফাত, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, শেখ রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, এম আবদুল্লাহ, ডা. ফরহাদ হালিম ডোনার, ইলিয়াস খান, জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল জব্বার, হাবিবুর রহমান (তুলা), সামসুল আলম, আব্দুল খালেক মণ্ডল প্রমুখ।