আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. শামসুল আলম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২২, ১২:২৬ এএম
![আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. শামসুল আলম](https://cdn.jugantor.com/assets/news_photos/2022/05/25/image-554575-1653416788.jpg)
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
মঙ্গলবার রাতে পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেই যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, আওয়ামী লীগের দপ্তর থেকে ফোন দিয়ে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এর আগে, ড. শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ড. আলম ১৯৫১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তার স্ত্রী, দুই ছেলে ও দুই নাতনী রয়েছে।