Logo
Logo
×

রাজনীতি

কুমিল্লায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

Icon

কুমিল্লা ব্যুরো ও বুড়িচং প্রতিনিধি 

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম

কুমিল্লায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

ছবি-যুগান্তর

কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সদরের নুরজাহান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। 

উপজেলার জাতীয় পার্টির উপদেষ্টা নুরুল হক মাস্টারের সভাপতিত্বে ও জাতীয় পার্টির সাবেক সভাপতি  জসিম উদ্দিন মাস্টার ও বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মুন্সি, যুগ্ম আহ্বায়ক এসএম গোলাম বাইজিদ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি জামাল হোসেন, আব্দুল ওহাব, মফিজুল ইসলাম, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হাসান চুট্টু, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব মো. গোলাম রাসেলসহ দলীয় নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে বুড়িচং জাতীয় পার্টির কমিটিতে (২০২২-২০২৪) দুই বছরের জন্য পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম