Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টির কারো সঙ্গে জোট নাই, ৩০০ আসন দেওয়া হবে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৩:৩০ পিএম

জাতীয় পার্টির কারো সঙ্গে জোট নাই, ৩০০ আসন দেওয়া হবে

কোনো দলের সঙ্গে জোটে নেই জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টি কারো সঙ্গে জোট নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। জনগণ আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করাবে।

বুধবার সকালে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, সামনে সুদিন আসবে। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পালাবদলে দেশের কোনো পরিবর্তন হয়নি। তাই মানুষ এখন পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনে প্রার্থী দেবে।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, দেশের ৫ কোটি মানুষ এখন বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। উপজেলা পর্যায় স্বাস্থ্যখাতে উন্নয়ন করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।

বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, দুর্নীতি ও অনাচারের কড়া সমালোচনা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের আহবান জানান তিনি।

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল হক জহির, রেজাউল হক ভূঁইয়া, এটিইউ তাজ রহমান, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ, চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান এমএ মুনিম চৌধুরী বাবু, ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান এহিয়া চৌধুরী এহিয়া, জাতীয় পার্টি নেতা ইশরাকুল হোসেন শামীম, আবদুস শহীদ লস্কর বশির, আব্দুর রহমান চৌধুরী, আহসান হাবীব মঈন, মো. ওসমান আলী, মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, মোহাম্মদ বশির উদ্দিন, মাহমুদুর রহমান মাহমুদ, দেলওয়ার হোসেন, মৌলভী আবুল কালাম দুলাল, এম মুর্শেদ খান, এম বরকত আলী, রুনা চৌধুরী, সামসুজ্জামান বাবুল, বেলাল আহমদ, কবির আহমদ, আব্দুল করিম পাখি, তাজুল ইসলাম তাজু, আফরোজ মিয়া, মোহাম্মদ সাহেল রাজা চৌধুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম