Logo
Logo
×

রাজনীতি

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০২:১৮ পিএম

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা।

মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।  

বিএনপির আইনজীবীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, এজে মোহাম্মদ আলী, তৈমূর আলম খন্দকার, এএম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকী।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হোক। কিন্তু সরকার সাফ জানিয়ে দিয়েছে— দণ্ডিত আসামি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম