Logo
Logo
×

রাজনীতি

পদ্মা সেতুতে পিচ ঢালাই কবে, জানালেন সেতুমন্ত্রী  

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১০:১৭ এএম

পদ্মা সেতুতে পিচ ঢালাই কবে, জানালেন সেতুমন্ত্রী  

ফাইল ছবি

পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বছরের অক্টোবর মাসের শেষ দিকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে।

তিনি সোমবার সকালে মহিলা ও শিশুবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক শোক দিবসের ভার্চুয়াল আলোচনাসভায় এ কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের বহুল প্রতীক্ষিত  ও স্বপ্নের পদ্মা সেতুতে আজ সকালে ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের সবকটি স্থাপনের কাজ শেষ হয়েছে। 

মন্ত্রী বলেন, এর মাধ্যমে পদ্মার দুই তীরের রাস্তার সংযোগ স্থাপিত হলো।

তিনি বলেন, এ পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম