Logo
Logo
×

রাজনীতি

আগাম জামিনে বিএনপি-ছাত্রদলের ৬ নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৪:৩৬ এএম

আগাম জামিনে বিএনপি-ছাত্রদলের ৬ নেতা

ছবি: সংগৃহীত

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও ছাত্রদলের ছয় নেতার আগাম জামিন হয়েছে।

পুলিশের করা এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেয়।

জামিন পাওয়া বিএনপি-ছাত্রদলের নেতারা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ওই সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম