Logo
Logo
×

রাজনীতি

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড গেলেন এমপি লতিফ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১১:৪৯ এএম

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড গেলেন এমপি লতিফ

এম এ লতিফ এমপি। ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ। ৬৫ বছর বয়সী লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার বড় ছেলে ওমর ফারুক।

তিনি বলেন, ‘আমার বাবা (এম এ লতিফ এমপি) দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।’

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে দেওয়া বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে তোপের মুখে পড়েন আওয়ামী লীগের এ সংসদ সদস্য।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসা রয়েছে তার। ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম