Logo
Logo
×

রাজনীতি

জিকে শামীমের জামিন হয় অথচ খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে রাখা হয়: নিপুণ রায়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৩:২৪ পিএম

জিকে শামীমের জামিন হয় অথচ খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে রাখা হয়: নিপুণ রায়

বিতর্কিত টেন্ডার ব্যবসায়ী ও ক্যাসিনোকাণ্ডে যুবলীগ থেকে বহিষ্কার হওয়া জিকে শামীমের অস্ত্র মামলায় ছয় মাসের জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

শনিবার নিজের ফেসবুক পেজে জিকে শামীমের জামিনবিষয়ক পত্রিকার একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। 

সেখানে নিপুণ রায় লেখেন– ‘নিজেদের দলের চোর-ডাকাতদের জামিন হয় অথচ তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় বছরের পর বছর আটকে রেখেছে আওয়ামী সরকার শুধু এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে।’

আরকেটি স্ট্যাটাসে বিএনপির এই নেত্রী লেখেন– ‘রাষ্ট্রপক্ষ কেবল জানে কীভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে ভুয়া মামলায় অন্যায়ভাবে জোরপূর্বক আটকে রাখা যায়।’

প্রসঙ্গত যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমের অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

শনিবার জিকে শামীমের জামিনের খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। 
 
পর দিন রোববার জিকে শামীমকে দেয়া জামিন প্রত্যাহারে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার জামিন আদেশ বাতিল করেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম