Logo
Logo
×

রাজনীতি

বিএনপির ৩ শীর্ষ নেতার জামিন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৮:৪৭ এএম

বিএনপির ৩ শীর্ষ নেতার জামিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩ শীর্ষ নেতাকে জামিন দিয়েছেন আদালত। 

আসামিরা হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। 

মির্জা ফখরুল ছাড়া অন্য দুই আসামি হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলাটি করেন ওই থানার এসআই মতিউর রহমান। মামলায় মির্জা ফখরুলসহ ২৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম