Logo
Logo
×

রাজনীতি

লিবারেল পার্টির সম্মেলনে অস্ট্রেলিয়ায় নিপুণ রায়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ পিএম

লিবারেল পার্টির সম্মেলনে অস্ট্রেলিয়ায় নিপুণ রায়

নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সম্মেলনে অংশ নিতে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।

৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্রুস এডওয়ার্ডস নিপুণকে সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। ওই সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন নিপুণ।

১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি সম্মেলন চলবে। সম্মেলনে বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম