মেয়র খোকনের সঙ্গে সাক্ষাৎ তাপসের। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ২টায় রাজধানীর সদরঘাট এলাকায় সিটি কর্পোরেশন ও সাজেদা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সাজেদা হাসপাতালে তারা এ সাক্ষাৎ করেন।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন ও পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন।
পরে বংশাল ও নাজিরাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন ফজলে নূর তাপস।
সাঈদ খোকন এই সিটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। পরে সাঈদ খোকন তাপসকে সমর্থন দেন।