Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রাম-৮ আসনে ব্যালটে পুনর্নির্বাচনের দাবি করল বিএনপি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০১:৫৫ পিএম

চট্টগ্রাম-৮ আসনে ব্যালটে পুনর্নির্বাচনের দাবি করল বিএনপি

চট্টগ্রাম-৮ আসনে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পরিবর্তে ব্যালটে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাকক্ষে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে তিনি এ দাবি তুলে ধরে ধরেন। 

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম-৮ আসনে ইভিএমে ভোটের নামে প্রহসন করা হয়েছে। ব্যাপক কারচুপির এই ভোট বাতিলের দাবি জানিয়েছি আমরা। সেই সঙ্গে ব্যালটে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। 

বৈঠকে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

ইসির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন সিইসি কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম