মেয়রপ্রার্থী ব্যারিস্টার তাপস যখন টিভি উপস্থাপক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:৩৯ এএম
রাজধানীতে বইছে ভোটের হাওয়া। টং দোকানেও চায়ের কাপে উত্তাপ আর ভোটের আলোচনা। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করছেন কর্মী-সমর্থকরা। ভোটারদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা। যাচ্ছেন ঘরে ঘরে।
দিনরাত ছুটছেন প্রার্থীরাও। পরস্পরের বিপক্ষে অভিযোগের পাশাপাশি চলছে কথার লড়াইও। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাইছেন প্রার্থীরা।
চায়ের দোকানে বসে চা বানিয়ে খাইয়ে আলোচনায় ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। এবার টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আলোচিত হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে তাপসকে দেখা যাবে টিভি অনুষ্ঠান উপস্থাপকের ভূমিকায়। এমনটিই নিশ্চিত করল চ্যানেল আই কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানটির নাম ‘৩০০০ সেকেন্ড’। অনুষ্ঠানে তিনি শুরুতে অতিথি হিসেবে আলাপ শুরু করেন। কথার একপর্যায়ে তিনি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের আসনে বসেন! এর পর অনুষ্ঠানের বাকি অংশের উপস্থাপনা চালিয়ে যান ফজলে নূর তাপস!
অনুষ্ঠানটির পরিচালক বিপ্লব জানান, ১৭ জানুয়ারি থেকে ‘৩০০০ সেকেন্ড’ নামের নতুন এই অনুষ্ঠানটির সম্প্রচার শুরু করবে চ্যানেল আই। যার প্রথম পর্বেই থাকছে ফজলে নূর তাপসের উপস্থাপনা! পর্বটি এদিন বিকাল ৫টা ৫০ মিনিটে সম্প্রচার হবে।
৩০০০ সেকেন্ডের উপস্থাপক জয় বলেন, আমাদের প্রথব পর্বে উপস্থাপক হিসেবে পেয়েছি মেয়রপ্রার্থী তাপসকে। এটি আমাদের জন্য খুবই আনন্দের। অনুষ্ঠানটি দর্শক সানন্দে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।