Logo
Logo
×

রাজনীতি

আব্বাসী-সেলিমের এলডিপির কাউন্সিল কাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০২:৩৪ পিএম

আব্বাসী-সেলিমের এলডিপির কাউন্সিল কাল

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের জাতীয় কাউন্সিল আগামীকাল শনিবার।

এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে এসে একই নামে নতুন দল গঠন করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে নেতাকর্মীরা। এর পরই এটিই তাদের প্রথম কাউন্সিল। এই কাউন্সিলের মধ্য দিয়ে আব্বাসী-সেলিম রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছেন।  

এর আগে এলডিপির নতুন কমিটি থেকে আব্বাসী ও সেলিমকে বাদ দেয়া হয়। আগের কমিটিতে এই দুজন ছিলেন যথাক্রমে প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব। এ দুজনই একসময় বিএনপির রাজনীতি করতেন। 

পরে এলডিপি থেকে বেরিয়ে নতুন দল গঠনের ঘোষণা দেন আব্বাসী-সেলিম। আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক করে গঠিত নতুন এলডিপির সদস্য সচিব হন সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সেলিম। তাদের সঙ্গে এলডিপির আরও অনেকেই যোগ দেন।

নতুন এলডিপি গঠন করেই থেমে থাকেননি শাহাদাত হোসেন সেলিম। ২০-দলীয় জোটের সঙ্গে নতুন এলডিপিকে যুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রাখেন। সম্প্রতি অনুষ্ঠিত ২০-দলীয় জোটের বৈঠকে ড. কর্নেল (অব.) অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপির পাশাপাশি আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিকেও আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেলিম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম