Logo
Logo
×

রাজনীতি

আমাদের পারতেই হবে: মান্না

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০২:৩৫ এএম

আমাদের পারতেই হবে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আজকের দিনে আমাদের প্রত্যাশা হলো— যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, রাজবন্দিদের মুক্তি চাই, মিথ্যা মামলা ও ষড়যন্ত্র সবকিছুর অবসান চাই, দেশের গণতন্ত্র চাই, সংসদ বাতিল চাই, সরকারের পদত্যাগ চাই, নতুন নির্বাচন চাই, তা হলে আন্দোলন এখন থেকেই ধারাবাহিকভাবে শুরু করতে হবে। এই আন্দোলন সমগ্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। যদি কালকে না পারি, তা হলে পরশু পারব। পরশু দিন না পারলে, তিন দিন পরে পারব। তিন দিন পরে না, পারলে ৩০ দিন পরে পারব। কিন্তু আমাদের পারতেই হবে। কারণ আমাদের অস্তিত্বের জন্যই এ লড়াই।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত 'বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং স্বাধীনতার ৪৯ বছর প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মামলাগ্রস্ত এক লাখ লোককে দুদিনের জন্য হাইকোর্টের সামনে এসে অবস্থান নিতে দলেন নেতাদের নির্দেশ দেয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

তিনি বলেন, ‘বিএনপির এক লাখ লোক জামিনে আছে। তাদের ডাক দেন, তারা দুদিনের জন্য হাইকোর্টের সামনের প্রাঙ্গণে এসে বসে থাকুক। এর মধ্যে খোদার তখ্ত নড়ে যাবে, আর হাসিনা তো উড়ে যাবে।'

জেএসডির কাউন্সিলের কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জেএসডি বিএনপি'র তুলনায় অনেক ছোট দল। তারা যে কাউন্সিল অধিবেশনটা করেছে ইমপ্রেস করেছে আমাকে, এটা আমার সোজা কথা। তারা যদি করতে পারে, তা হলে বিএনপি কি আজকে ইমারজেন্সি কাউন্সিল করতে পারে না?’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ডা. জাফরউল্লাহ বলেছেন– ‘নিশ্চয়ই তুমি একদিন আমাদের প্রধানমন্ত্রী হবে। তবে আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি তা হতে চাও কিনা?’ এর পর তিনি তারেক রহমানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকলে কোনো দিনও তা সম্ভব নয়। চাটুকারিতা ভালো লাগলেও সাবধান থাকতে হয়। তিনি তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, দূরে থেকে এখানকার আন্দোলন করা সম্ভব নয়।'

আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম