স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে গ্রন্থপ্রকাশ
‘জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমন করেছে’
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ পিএম
কৃষিবিদ ইন্সটিটিউটে নিজের জন্মদিনে 'নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান' গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: যুগান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি দৃঢ় প্রত্যয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ হিসেবে তৈরি করে ফেলা হয়েছিলো। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গি দমন করেছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন ছিল তার (স্বরাষ্ট্রমন্ত্রী) ৭০তম জন্মদিন। জন্মদিনে 'নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। গ্রন্থের প্রকাশনা উত্সব উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, র্যাব ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, মেজর জেনারেল (অব) এ আর খান। অনুষ্ঠানে মূল বক্তব্য উস্থাপন করেন বইয়ের সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক।
এ গ্রন্থে স্বরাষ্ট্রমন্ত্রীর বাল্যকাল, পড়াশোনা, মুক্তিযুদ্ধ, রাজনীতিতে অংশ নেয়াসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ‘প্রধানমন্ত্রী যখন আমাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন তখন তিনি বলেছিলেন, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, সেজন্য তোমাকে এ দায়িত্ব দিলাম। তখন থেকে সুচারুভাবে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি।’
ইমদাদুল হক মিলন বলেন, ‘আসাদুজ্জামান খান একজন সদালাপি ও প্রচার বিমুখ ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সময় ফার্মগেটের কঠিন ব্যারিকেডের নেতৃত্বে ছিলেন আসাদুজ্জামান খান। সোনার বাংলা সৃষ্টিতে বঙ্গবন্ধু কন্যার প্রয়াসের সঙ্গে কামাল ভাই হচ্ছেন একজন যোগ্য কর্মী।’
সেলিনা হোসেন বলেন, ‘আসাদুজ্জামান খান ইতিহাসের মানব সন্তান। কর্মের কারণে তিনি ইতিহাসের মানুষ হয়ে বেঁচে থাকবেন বাঙালির মাঝে হাজার বছর ধরে।’
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আসাদুজ্জামান খান একজন মুক্তিযোদ্ধা, পারিবারিক ও সংগ্রামী মানুষ ও রাজনীতিক। সব দিক দিয়ে তিনি সফল।’
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, ‘তিনি একজন সফল মন্ত্রী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তিনি সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।’
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, ‘মাদক, চরমপন্থি ও জঙ্গি দমনসহ দেশের প্রত্যেকটি ঘটনায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ধীর স্থিরভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন। স্যারকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।’
র্যা বের ডিজি ড. বেনজীর আহমেদ বলেন, ‘৬৯ বয়সের এ মানুষ সর্ম্পকে আমি ৬৯ মিনিটেও বলে শেষ করতে পারবো না। তিনি অত্যন্ত বিনম্র মানুষ, অসীম ধৈয্যের অধিকারী। মানুষের প্রতি তার শ্রদ্ধা আমাকে বেশি আকর্ষণ করে।’
সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শুধু রাজনীতিবিদ হিসেবে নন, প্রশাসক হিসেবেও তিনি অদ্বিতীয়। বাংলাদেশে ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সমালোচনা হয়নি এমন নেই। তবে তিনি ব্যতিক্রম।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যত্ নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকতে পারি। কারণ প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তার দায়িত্বটি তার মত একজন যোগ্য লোকের নিকট দিয়েছেন।’