
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:১০ পিএম

আরও পড়ুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে।
রোববার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এখন থেকে ঠিক ১৫ মিনিট আগে পার্টি অফিসের সামনে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয়ের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণে ওই এলাকায় চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে লোকজন ছোটাছুটি শুরু করে।