Logo
Logo
×

রাজনীতি

মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের খেলা শেষ হচ্ছে না: আ স ম রব

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম

মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের খেলা শেষ হচ্ছে না: আ স ম রব

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। ছবি: যুগান্তর

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করেও মুক্তিযুদ্ধ নিয়ে সরকারের খেলা শেষ হচ্ছে না। মুক্তিযুদ্ধের কথা বলে সংবিধান, গণতন্ত্র হত্যা করে রাতের আঁধারে ভোটডাকাতির মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। তারা শুধু ক্ষমতা দখলে রাখার জন্য দুর্নীতি-দুঃশাসনের মাধ্যমে দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। 

আ স ম আবদুর রব আরও বলেন, রাজাকারের তালিকা প্রকাশের নামে সমগ্র মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের হেয় করা হয়েছে। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের রাজাকারের তালিকায় নাম প্রকাশের পর শুধু দুঃখ প্রকাশ করে কোনো ন্যায়সঙ্গত সমাধান হয় না। 

তিনি বলেন, গত ৪৮ বছরে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারীদের মধ্যে আওয়ামী লীগ অগ্রগণ্য ভূমিকায় রয়েছে। 

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

দলের জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে সন্মেলনে জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম  প্রমুখ বক্তব্য রাখেন।

ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মতিয়ার রহমান মতিকে সভাপতি ও শফিউল আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম