Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৫ পিএম

বিএনপি নেতা কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা

পুলিশের হাতে আটক বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

পুলিশ জানায়, 'অনুমতি ছাড়া' নিজের স্ত্রীর সঙ্গে কায়সার কামালের সম্পর্কের অভিযোগ করেছেন ব্যারিস্টার আতিকুর রহমান নামে এক আইনজীবী।

অভিযোগ অনুযায়ী, আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ, গাড়িতে নিয়ে ঘোরা তথা সম্পর্ক বজায় রেখেছেন কায়সার কামাল। এই সম্পর্কের ফলে আতিকুর রহমান সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মর্মে কায়সার কামালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আতিকুর রহমান।

এ বিষয়ে কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস গণমাধ্যমকে বলেন, আতিকুর রহমান প্রতারণার অভিযোগ এনে কায়সার কামালের নামে ৪২০ ধারায় একটি মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার কায়সার কামালকে আটক করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম