
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০৭ এএম
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আটক

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

ব্যারিস্টার কায়সার কামাল
আরও পড়ুন
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে কলাবাগান থানা পুলিশ আটক করেছে। নারীঘটিত এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল এলাকা থেকে থানায় নেয়া হয়।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান যুগান্তরকে বলেন, পরকীয়ার ঘটনায় সুপ্রিমকোর্টের আইনজী কায়সার কামালকে ধরে থানা সোপর্দ করেছে অপর এক আইনজীবী। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।