সুবিধাবাদীদের ষড়যন্ত্র দলের বড় ক্ষতির কারণ হয়: তোফায়েল আহমেদ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৬ পিএম
![সুবিধাবাদীদের ষড়যন্ত্র দলের বড় ক্ষতির কারণ হয়: তোফায়েল আহমেদ](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/12/01/image-250493-1575214394.jpg)
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথিরা
দলের অভ্যন্তরে থেকে সুবিধাবাদীদের ষড়যন্ত্র দলের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশে সহনশীল রাজনীতির পরিবেশ বিদ্যমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে অবিরাম পরিশ্রম করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনো অনুপ্রবেশকারী যাতে দলে স্থান নিতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ন ম আবদুল্লাহ।
সম্মেলনে জসিমউদ্দিন হায়দারকে সভাপতি, মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আ ন ম আবদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।