Logo
Logo
×

রাজনীতি

বাবরি মসজিদ রায়: ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১০:৩৬ এএম

বাবরি মসজিদ রায়: ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণে দেয়া আদালতের রায় বাতিল না করা হলে ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন। 

বাবরি মসজিদ নিয়ে ভারতীয় আদালতের রায়ের প্রতিবাদে মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। 

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্টের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। অন্যথায় মুসলমানরা বাবরি মসজিদ অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’

তিনি বলেন, ‘ভুলে ভরা একপেশে প্রতিবেদনের ভিত্তিতে ৪৬০ বছরের পুরনো মসজিদ ভেঙে মন্দির নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক ও ন্যায় বিচারের পরিপন্থী। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিলেন,  মন্দির ভেঙে মসজিদ তৈরির কোনো প্রমাণ নেই। অথচ তারাই মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায় দিচ্ছে। 

এই রায় মুসলমানদের ধর্মীয় সত্ত্বায় আঘাত মন্তব্য করে ইউনুছ আহমাদ বলে, তারা একদিকে বলছে বিশ্বাসের ভিত্তিতে জমির মালিকানা নির্ধারণ করা যায় না। অন্যদিকে হিন্দুদের বিশ্বাসের ভিত্তিতে রাম মন্দির নির্মাণের কথা বলছে। এ রায় স্ববিরোধী। এ রায় উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করবে। দুঃখজনকভাবে সুপ্রিম কোর্ট জমির মালিকানা নিয়ে রায় দিলেও মসজিদ ভাঙার ফৌজদারি মামলা এখনও ঝুলে আছে। বরং যারা মসজিদ ভাঙায় নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই মসজিদ তুলে দেয়া হলো।

সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম