Logo
Logo
×

রাজনীতি

ক্লিন ইমেজের নেতৃত্ব পাবে কৃষক লীগ: কাদের

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০২:৪৮ এএম

ক্লিন ইমেজের নেতৃত্ব পাবে কৃষক লীগ: কাদের

কৃষক লীগের সম্মেলন।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ আগামী দিন পরিচ্ছন্ন, স্বচ্ছ, ক্লিন ইমেজের নেতৃত্ব পাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা সাংগঠনিক রিপোর্ট ও শোক প্রস্তাব তুলে ধরেন।

ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী চলমান শুদ্ধি অভিযানের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, দেশে শুদ্ধি অভিযান চলছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জুয়ারি কাউকে ছাড় দেয়া হবে না। কৃষক লীগের আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের নেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, সেই শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে আমরা একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ, ক্লিন ইমেজের ও  ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব বাংলাদেশের জনগণকে উপহার দেয়া হবে।

শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জন শুধু এই দেশে নয়, সারা দুনিয়াব্যাপী সুনাম অর্জন করেছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগের প্রতিষ্ঠা। সংগঠনটির সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।

সবশেষ কাউন্সিলে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয় শামসুল হক রেজা। আজকের সম্মেলনে ৭ হাজার কাউন্সিলর ও ৯ হাজার ডেলিগেট যোগ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম