
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ এএম
আমাদের চলমান স্লোগান দুর্নীতির বিরুদ্ধে: মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০১:৪২ পিএম

কমিউনিটি পুলিশিং- ডে উদযাপন উপলক্ষে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। ছবি: যুগান্তর
আরও পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের চলমান স্লোগান দুর্নীতির বিরুদ্ধে। যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না।
শনিবার সকালে কমিউনিটি পুলিশিং- ডে উদযাপন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এতদিন সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জঙ্গিবাদ নির্মূল করেছি, এখন আমাদের চলমান স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা নিরপেক্ষভাবে সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। দেশকে দুর্নীতিমুক্ত করব।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, যারা বিপথগামী হয়েছেন প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। এটা যেমন নিজের দলের প্রতি মেসেজ, তেমনি অন্যদের জন্যও মেসেজ।
তিনি বলেন, যেখানে দুর্নীতি, সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে। কারণ দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাই দুর্নীতি উপড়ে ফেলতে আমরা সবাই সচেষ্ট থাকবো। দেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন তা নিশ্চিত করবো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, র্যাবের মহা-পরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, গাসিক কাউন্সিলর মাওলানা মনজুর হোসেন প্রমুখ।