Logo
Logo
×

রাজনীতি

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০৯:৩৮ পিএম

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন

চয়ন ইসলাম। ছবি-সংগৃহীত

যুবলীগের সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে। 

রোববার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এছাড়া সপ্তম জাতীয় কংগ্রেসে যুবলীগের নতুন কমিটি গঠনে বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়েছে। 

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। 

বৈঠকে ক্যাসিনোকাণ্ডে আলোচিত একসময়কার ‘দোর্দণ্ড প্রতাপশালী’ যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। 

এর আগে বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন যুবলীগ নেতারা।

তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না ওমর ফারুক চৌধুরী। এছাড়া সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও বৈঠকে দেখা যায়নি।

যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা গণভবনে যান।

আগামী ২৩ নভেম্বরের যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম