‘বিএনপির সমাবেশে ৪ লক্ষাধিক মানুষ উপস্থিত হবে’

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ২৯ তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতই বাধা প্রদান করা হোক, সমাবেশে চার লক্ষাধিক নেতাকর্মী ও জনগণ উপস্থিত হবে।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী রোববার বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার নগরীর নিউমার্কেট এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
মিনু বলেন, এই সমাবেশ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারী সরকারের পতনের সমাবেশ। এই সমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যে বিএনপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরে বিএনপি, অঙ্গ ও সহযাগী নেতৃবৃন্দের হয়রানী করা শুরু করেছে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অনেককে গ্রেফতার করেছে। অন্যান্য জেলাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। অমূলক হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানান মিনু। সেই সঙ্গে সব বাধা উপেক্ষা করে দুপুর সাড়ে ১২টার মধ্যে মাদ্রাসা মাঠে হাজির হওয়ার জন্য নেতাকর্মীসহ জনসাধারণকে অনুরোধ করেন তিনি।