Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ অক্টোবর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪ পিএম

খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। 

সেখানে সমাবেশ শেষে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে রওনা হলে তাদের ওপর বোমা হামলা চালানো হয়।

এ ঘটনায় খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম